মালয়েশিয়ায় রােহিঙ্গা হত্যার দায় থেকে খালাস দুই বাংলাদেশি

মালয়েশিয়ার একটি আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন রোহিঙ্গা হত্যার অভিযোগে আটক দুই বাংলাদেশি। এর হলেন দেলোয়ার হোসেন ও বরুন ধর। এদের বাংলাদেশের গ্রামের পরিচয়-ঠিকানা এখনো জানা যায়নি।

বুধবার পেনাং প্রদেশের হাইকোর্টের বিচারপতি দাতুক আক্তার তাহিরের আদালতে মামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন।

২০১৬ সালের ১৩ জুন রোহিঙ্গা নাগরিক ইসহাক কবিরকে হত্যার অভিযোগে এই দুই বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়া পুলিশ।

Travelion – Mobile

হত্যাকাণ্ডের শিকার ইসহাক কবিরের ভাই তাদেরর বিরুদ্ধে হত্যার অভিযোগ মামলা করেন।

দীর্ঘ তিন বছর মামলার শুনানী শেষে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় দেলোয়ার হোসেন ও বরুন ধরকে খালাস দেন আদালত।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!