মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যু

মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলের মা দাতিন মারিয়াহ খামিস (৮৮) মারা গেছেন।

বার্ধক্যজনিত কারণে তামান আমপাং উতামা, আম্পাং-এ তার বাসভবনে রোববার রাত ২.৪৫ মিনিটে মারা যান তিনি।

মালয়েশিয়ার সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

সাবেক উপ-প্রধানমন্ত্রীর মা দাতিন মারিয়া খামিসের মৃত্যুতে, রাজা ইয়াং দি-পেরতুয়ান আগাং, আল-সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ এবং রানী পারমাইসুরি আগং, টুঙ্কু হাজাহ আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়া, দাতিন মারিয়ার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

আমপাং মসজিদ আলমুস্তাকিমে সোমবার সকাল সোয়া ১১ টায় জানাজা শেষে উকে পেরদানা মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়তে পারেন : মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীর মর্মান্তিক মৃত্যু

দাতিন মারিয়ার নাতনি নুরুল ইজ্জাহ আনোয়ার তার নানীর মৃত্যুতে তার ফেসবুকে লিখেছেন,” আমরা তোমাকে ভালোবাসি নানা। আল্লাহ অবশ্যই আপনাকে ‘হুসনুল খাতিমা’ দান করবেন।

এ দিকে পিকেআর-এর সভাপতি দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম তার আজকের নির্ধারিত মিরি এবং কুচিং নির্বাচনী সফর বাতিল করেছেন।

ফেসবুক পোস্টে এ তথ্য দিয়ে, তিনি হারাপান সারাওয়াকের সকল নেতারা এবং সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। পরবর্তীতে সময় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মালয়েশিয়ার সব খবর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!