মালদ্বীপে কারাবন্দিদের শীতবস্ত্র দিলো বাংলাদেশ দূতাবাস

মালদ্বীপের মাফুসি জেলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি বন্দিদের জন্য হাইকমিশনের পক্ষ থেকে শীতবস্ত্র দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) মালদ্বীপের কারেকশনাল সার্ভিসের কাছে শীতবস্ত্র হস্তান্তর করেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. সোহেল পারভেজ।

মালদ্বীপে কারাবন্দিদের শীতবস্ত্র দিলো বাংলাদেশ দূতাবাস

Travelion – Mobile

শীতবস্ত্র বিতরণের সময় হাইকমিশনের ওয়েলফেয়ার এসিসটেন্ট ও কারেকশনাল সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দূতাবাসের প্রথম সচিব মো. সোহেল পারভেজ কারাগারে বন্দিদের বিষয়ে খোঁজখবর নেন।

তিনি করোনাভাইরাসে আক্রান্ত বন্দিদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

এর আগে ১৮ সেপ্টেম্বর মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান দেশটির কমিশনার অব প্রিজন আহমেদ মোহাম্মদ ফুলহুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!