মক্কার গ্র্যান্ড মসজিদে দুই মুসল্লির মারামারি

সৌদি আরবের পবিত্র মক্কা শহরের গ্র্যান্ড মসজিদের ভেতরে দুই মুসল্লির মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (৯ এপ্রিল) খালিজ টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুই মুসল্লি মারামারি করছেন এবং অন্যান্য মুসল্লিরা তাদের থামানোর চেষ্টা চালাচ্ছেন।

সৌদি আরবের নিরাপত্তা পরিষেবাগুলো এক টুইট বার্তায় বলেছে, ঝগড়ায় কেউ আহত হননি। মারামারিতে যুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Travelion – Mobile

তবে ঠিক কী কারণে দুই মুসল্লির মধ্যে মারামারি লেগেছে এর বিস্তারিত কিছু বলা হয়নি।

আরও পড়তে পারেন : আজানে মুগ্ধ হয়ে ইউক্রেনীয় নারীর ইসলাম ধর্ম গ্রহণ

এদিকে শনিবার সৌদি সরকার দেশ ও দেশের বাইরের ১০ লাখ মুসল্লিকে এ বছর হজের জন্য স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এর জন্য হজযাত্রীদের মানতে হবে দুটি শর্ত।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়ে জানিয়েছে যে, ২০২২ সালে দেশের ভেতরে ও বাইরের ১০ লাখ মুসল্লি হজ করতে পারবেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!