মঈন উদ্দিন খান বাদলকে স্মরণ করল ইতালি প্রবাসীরা

‘মঈন উদ্দিন খান বাদল ছিলেন রাজনীতির অসাম্প্রদায়িক বরপুত্র। তাঁর মৃত্যুতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়।’

সদ্য প্রয়াত সংসদ সদস্য, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদলের স্মরণ শোক সভায় তাঁকে এইভাবেই মূল্যয়ন করল ইতালি প্রবাসী বালাদেশিরা

২২ নভেম্বর সন্ধ্যায় রাজধানী রোমের পিয়াচ্ছালে প্রেনেসতিনো নাফিসা বার রেস্টুরেন্টে বাংলাদেশ জাসদ ইতালি শাখা এ শোক সভার আয়োজন করে ।

Travelion – Mobile

সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান ভুট্টোর পরিচালানায় সভাপতিত্বে করেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাসদ ইতালির সভাপতি অ্যাডভোকেট আনিসুজ্জামান।

আলোচনায় অংশ নেন ইতালি আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলি আহাম্মদ ঢালী, ইতালি আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী, সাধারণ সম্পাদক এম.এ. রব মিন্টু, সহসভাপতি সুরদার লুৎফর রহমান, জামান মোক্তার, কামরুল আহসান মন্টু, নজরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক স্বপন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী এমডি তারা মিয়া, আমরা মুক্তযোদ্ধার সন্তান ইতালি শাখার সাধারণ সম্পাদক খান রিপন, ইতালি বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ডি রিয়াজ হোসেন, ইতালি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নুরুল কবির, যুবলীগ নেতা স্বপন দাস, জাসদ নেতা আব্দুল ওহাব প্রমুখ।

আলোচকরা মঈন উদ্দিন খানের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করে বলেন, ‘তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের একজন দক্ষ পার্লামেন্টারিয়ান। তাঁর মতো একজন পার্লামেন্টারিয়ান জাতীয় সংসদে থাকাতে সংসদ সবসময় আলোকিত ও প্রাণবন্ত ছিল। তিনি যেমন ছিলেন অনলবর্ষী বক্তা, তেমনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক রাজনীতিবিদ।’

জাসদ নেতারা বলেন,’স্বাধীনতার পর বাংলাদেশে যে নতুন সমাজ ও রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটে তার ও নেতৃত্বে ছিলেন মঈন উদ্দিন খান বাদল। তিনি ছিলেন রাজনীতির এক স্বপ্ন বিলাসী কবি। তিনি নিজে যেমন স্বপ্ন দেখতেন তেমনি মুক্তি কামী জনতাকেও স্বপ্ন দেখাতে ভালো ভাসতেন। বাংলাদেশের মুক্তিকামী জনতা তাকে কোনদিন ভুলবে না।’

শোক সভা শেষে স্থানীয় মক্কী মসজিদে মরহুমের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

[প্রিয় পাঠক, আকাশযাত্রা প্রবাস বিভাগে আপনিও লিখতে পারেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ কমিউনিটি ও সংগঠনের নানান খবর, ভ্রমণ, আনন্দ-বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। লেখা ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়]

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!