ভেনিসে ভৈরব পরিষদের সাইকেল ভ্রমন ও প্রতিযোগিতা

ইতালির বুকে এই প্রথম বাংলাদেশি সামাজিক সংগঠন ভৈরব পরিষদ ভেনিসের আয়োজনে জাঁকজমকে অনুষ্ঠিত হল সাইকেল ভ্রমন ও প্রতিযোগিতা। ৭১ জন প্রবাসী বাংলাদেশি প্রতিযোগিতায় অংশ নেন।

ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভৈরব পরিষদের ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা তোষন খান।

অতিথি ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার,সোহেলা আক্তার বিপ্লবী,বাংলাদেশ ওয়েফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি রফিক ছৈয়ল,মারঘেরা মসজিদ কমিটির সভাপতি তাহের ঢালু, বাংলাদেশ সমিতি ভেনিসের নূরে আলম,আসলামুজ্জামান, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি নজরুল ইসলাম,সাধারন সম্পাদক শাহাদাত হোসাইন,শরীফ মৃধা, বৃহত্তর নোয়াখালী সোসাল ফেডারেশনের সারোয়ার গোলাম ,গ্রীন সিলেট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মিজান রহমান,ব্রাক্ষনবাড়ীয়া জেলা সমিতির ইলিয়াস মোল্লা ,মিঠামইন উপজেলা সমিতির সভাপতি সাধারন সম্পাদক শেখ মাজিদ,দোহার-ভেনিস ঐক্য পরিষদের সভাপতি আমিনুল হক আমিন,অষ্টগ্রাম উপজেলা সমিতির মতি মিয়া,আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির আমির হোসাইন,জাহাঙ্গীর টিপু।

Travelion – Mobile

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন উপদেষ্টা কাজী আবদুল মান্নান, মো. আবুল কাশেম, শহিদুল শহিদ, নুরুল আলম সুমন, তৌফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি মোবারক হোসাইন, সভাপতি কাজি আব্দুল্লাহ আল রোনাক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল বাশার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জয়নাল আবেদিন, মহিউদ্দিন মানিক, কাজী মাহমুদুল, নবী মিয়া,ফরহাদ মিয়া, সানি হক, সাইদ মোস্তফা, রবিন হাসান মেহেদী, ইমরান মিয়া, সামি খান, রাজন মিয়া, পোলেন মিয়া, রোহান মিয়া।

বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সৌজন্যে প্রতিযোগীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সকলের জন্য শুভেচ্ছা উপহার দেন আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিস।

আগের খবর :
ফাহিমকে হত্যার পর পার্টি করার প্রস্তুতি নিচ্ছিল ঘাতক হাসপিল
টানা ৬ মাস ঘুমিয়ে কাটান যে সুন্দরী কন্যা!

করোনাময় বিশ্ব : কেমন আছেন স্পেনপ্রবাসী বাংলাদেশিরা

১৮ জুলাই, শনিবার – স্পেন সময় : বিকেল ৫.৩০ টা, বাংলাদেশ সময় : রাত ৯.৩০ টা সঞ্চালনায় : আহমেদ তোফায়েল, সাংবাদিক ও উপস্থাপকসমন্বয় ও সহযোগিতা : কবীর আল মাহমুদ, লেখক ও সাংবাদিক, অতিথি এনায়েতুল করিম তারেক, সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনএম এইচ সোহেল ভূঁইয়া, সভাপতি, বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ইন স্পেনকামরুজ্জামান সুন্দর, সাধারণ সম্পাদক বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনমো. মনোয়ার পাশা , সভাপতি, এসোসিয়েশন. কুলতুরাল দে সুনামগঞ্জ এন কাতালুনিয়া

Posted by AkashJatra on Saturday, July 18, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!