দুবাই-আজমান রুটে পাবলিক বাস চলাচল শুরু

করোনা পরিস্থিতিতে দুইমাস বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরাতের দুবাই-আজমান রুটে পাবলিক বাস পরিষেবা আবার চালু হয়েছে।

আজমান ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ টুইটার ও ফেসবুকে বিবৃতি দিয়ে জানিয়েছে, আজ রবিবার (১৯ জুলাই) থেকে যাত্রী এবং পর্যটকরা আজমান থেকে দুবাই ইউনিয়ন মেট্রো স্টেশন, রাশিদিয়া মেট্রো স্টেশন এবং আল কুসাইস মেট্রো স্টেশন যেতে পারবেন।

কর্তৃপক্ষ আরও জানায়, প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই তিন স্পট থেকে এক ঘন্টা অন্তর বাস আজমানের উদ্দেশ্য ছেড়ে যাবে।

Travelion – Mobile

টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ দিরহাম এবং যাত্রীদের মাসার কার্ড ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

কার্ডগুলি আজমান পরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে নেওয়া যাবে, অথবা যাত্রীরা মাসার অ্যাপ ডাউনলোড করে অনলাইনে পেমেন্টের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন।

আগের খবর :
কুয়েতের আমিরের সফল অস্ত্রোপচার
ফাহিমকে হত্যার পর পার্টি করার প্রস্তুতি নিচ্ছিল ঘাতক হাসপিল
টানা ৬ মাস ঘুমিয়ে কাটান যে সুন্দরী কন্যা!

করোনাময় বিশ্ব : কেমন আছেন কুয়েতপ্রবাসী বাংলাদেশিরা – (পর্ব ৩)

করোনাময় বিশ্ব : কেমন আছেন কুয়েতপ্রবাসী বাংলাদেশিরা – (পর্ব ৩)১৫ জুলাই, বুধবার – কুয়েত সময় : সন্ধ্যা ৭.৩০ টা, বাংলাদেশ সময় : রাত ১০.৩০ টা সঞ্চলনায় : আ. হ জুবেদ, বিশেষ প্রতিনিধি-আকাশযাত্রা অতিথি :শরীফ মোহাম্মদ মিজান, প্রবাসী সাংবাদিক, কুয়েতমো. জালাল উদ্দিন, প্রবাসী সাংবাদিক, কুয়েতআল আমিন রানা, প্রবাসী সাংবাদিক, কুয়েতসাদেক রিপন, প্রবাসী সাংবাদিক, কুয়েত

Posted by AkashJatra on Wednesday, July 15, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!