ব্যাংকনোটের মাধ্যমে ছড়াতে পারে করোনাভাইরাস

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

একজনের হাত থেকে ব্যাংকনোট যাচ্ছে অন্যজনের হাতে। তা থেকেও করোনাভাইরাস ছড়াতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তাই অনলাইন লেনদেন বাড়িয়ে এই ঝুঁকি কমানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি।

সোমবার (২ মার্চ) ডব্লিউএইচও’র বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এছাড়াও, প্রতিবার ব্যাংকনোট ধরার পর হাত ভালোভাবে ধুয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। কারণ, করোনাভাইরাস (কে্ভিড-১৯) কয়েকদিন পর্যন্ত বিভিন্ন সারফেসে টিকে থাকতে পারে।

Travelion – Mobile

এর আগে, যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তাদের গ্রাহকদের উদ্দেশে জানানো হয়েছে, ব্যাংকনোটে ভাইরাস ও ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা রয়েছে। তাই গ্রাহকরা যেনো প্রতিবার ব্যংকনোট ধরার পর ভালোভাবে হাত ধুয়ে নেন।

এদিকে, চীন ও কোরিয়া করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বাজারে থাকা ব্যাংকনোটগুলো আলাদা করে ফেলেছে। চীনে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যবহৃত প্রায় ৬০ হাজার কোটি ইউয়ান নষ্ট করে ফেলা হয়েছে। তার বদলে মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন নোটের বান্ডিল।

চীন ও কোরিয়ার ওই উদ্যোগের পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই ধরণের সতর্কতা জারি করা হলো।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!