বিমান বাংলাদেশ তিন লাখ টাকায় ভাড়া দিচ্ছে উড়োজাহাজ

করোনা পরিস্থিতিতে দেশে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রয়াত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তিন লাখ টাকায় উড়োজাহাজ ভাড়া করে (চার্টার্ড) ভ্রমণ করা যাবে বর্তমানে চালু দেশের যে কোন গন্তব্যে বা বিমানবন্দরে।

বৃহস্পতিবার (৪ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে নতুন চার্টার্ড অফারের বিষয়টি জানিয়েছে। করোনা প্রাদুর্ভাবে পারিবারিক ভ্রমণে যারা জনসমাগম এড়িয়ে চলতে চান তাদের জন্য এই সুযোগ দিয়েছে বিমান বাংলাদেশের।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, অভ্যন্তরীণ রুটে ভ্রমণ দূরত্বের ওপর নির্ভর করে তিন থেকে পাঁচ লাখ টাকা খরচ হবে। এই খরচে কেবল ৫ ঘণ্টা উড়োজাহাজটি ভাড়া পাওয়া যাবে। বাড়তি সময়ের জন্য অতিরিক্ত খরচ দিতে হবে।

Travelion – Mobile

স্বাস্থ্যবিধি মেনে এই ফ্লাইটে সর্বোচ্চ ৩৬ জন যাত্রী বসতে পারবেন। এছাড়াও আরও কিছু শর্তও রয়েছে।

বাংলাদেশে অভ্যন্তরীণ রুটে বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট চলাচল করছে। অর্থাৎ যে কেউ পুরো উড়োজাহাজ ভাড়া নিয়ে এইসব রুটে আসা যাওয়া করতে পারবেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!