ভারতে জুলাই থেকে আন্তর্জাতিক বিমান চালানোর পরিকল্পনা

ভারত আগামী জুলাই থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী বিমান পুনরায় চালু করার ব্যাপারে পরিকল্পনা করছে বলেও জানিয়ে দেশটি কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী ৷

বৃহস্পতিবার টুইটারে মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, ‘আমরা পরিস্থিতি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করছি ৷ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করতে পারব ৷ নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত হলেই আমরা আন্তর্জাতিক বিমানগুলি পুনরায় চালু করার বিষয়ে বিবেচনা করব। আমাদের সেই দেশগুলিতেও বিমান চালাতে চাইছি, যেখান থেকে বিদেশী নাগরিকরা এখানে আসতে চায়৷’

পঞ্চম পর্যায়ের লকডাউনে অনেক কিছুই শিথিল করেছে ভারত সরকার ৷ তবে ৩০ মে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় ‘আনলক ১.০’-এর যে নির্দেশিকা দিয়েছে, তাতে আন্তর্জাতিক বিমান ৩০ জুন পর্যন্ত স্থগিত রাখার কথা বলা হয়েছে ৷

Travelion – Mobile

গাইডলাইনে পরিষ্কার বলা হয়েছে যে, আন্তর্জাতিক বিমান অপারেশন পুনরায় শুরু করার বিষয়ে ‘আনলক 1.0’-এর তৃতীয় ফ্রেজে আলোচনা করা হবে ৷ তবে এটা কীভাবে সম্ভব, তা নিয়ে সংশয় রয়েছে৷ কারণ বাণিজ্যিক আন্তর্জাতিক ফ্লাইটগুলি পুনরায় শুরু চালু করার ক্ষেত্রে কয়েকটি বিষয় নির্ভর করছে।

শুরুতে ২৫মে দু’ মাসের ব্যবধানের পরে পুনরায় চালু হয়েছে অভ্যন্তরীন বিমান চলাচল৷ কিন্তু বিমান শুরু প্রথম দিনেই এয়ার ইন্ডিয়ার বিমানে এক জনের শরীরে মিলেছিল করোনাভাইরাস৷ তাই আন্তর্জাতিক বিমান চালু করার আগে ভেবেচিন্তে পা ফেলতে চাইছেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়৷

বর্তমানে মন্ত্রণালয় দেশের অভ্যন্তরে ৩৩ শতাংশ বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷ তারপরেও, রাজ্য সরকারগুলি তাদের নিজ রাজ্যে সামগ্রিক মহামারী পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ আরোপ করেছে এবং অপারেশন কমিয়ে দিয়েছে৷

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!