বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ থেকে ৬ কেজি স্বর্ণ উদ্ধার

এবার বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ থেকে উদ্ধার হল স্বর্ণের বড় চালান। ধরা পড়ার ভয়ে চালান ফেলে নিরাপদে সরে যায় প্রবাস থেকে আসা স্বর্ণের চোরাকারবারী কিংবা বাহক।

রবিবার (১৯ জানুয়ারি সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে উদ্ধার হয়েছে ৬ কেজি ৮ গ্রাম ওজনের ৫২ টি স্বর্ণের বারের এই চালানটি। এসব স্বর্ণের দাম প্রায় ৪ কোটি টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস হাউজের বিমানবন্দর টিম স্বর্ণগুলো খুঁজে পান।

Travelion – Mobile

বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম আকাশযাত্রকে জানান, রবিবার সকাল ৮ টা ৪৫ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি -১8৮ ফ্লাইটের গেটের কাছে বোডিং ব্রিজ এলাকা থেকে এই স্বর্ণের চালান উদ্ধার ও জব্দ করা হয়। যাত্রীরা নামার পর পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো পাওয়া যায়।

তিনি বলেন, ‘এটা নিশ্চিত যে এই স্বর্ণের চালান ঔ ফ্লাইটের কোন যাত্রীর মাধ্যমেই এসেছে। গোপন সংবাদ থাকায় ওই ফ্লাইটের যাত্রীদের ওপর কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। গ্রিন চ্যানলে পার হলেই চ্যালেজঞ্জ করার প্রস্তুতিও নেওয়া হয়েছিল। বিষয়টি টের পেয়েই বহনকারী যাত্রী স্বর্ণের বারের চালানটি বোডিং ব্রিজে ফেলে যায়।’

এ ব্যাপারে কাস্টম আইন অনুযায়ী জব্দসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!