ফ্লাইটে অস্ত্র ফেলে যান ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীর দেহরক্ষী

মার্কিন যুক্তরাষ্ট্র সফর থেকে ফেরার পথে শুক্রবার লন্ডনে হিথরো বিমান বন্দরে ইউনাইটেড এয়ার লাইন্সের বিমানের সিটের ওপর লোডেড জি১৯ পিস্তল ফেলে যান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের দেহরক্ষী।

যাত্রীশূন্য বিমান পরিষ্কার করতে গিয়ে ক্লিনার অস্ত্রটি বিমানের সিটের উপর দেখতে পেয়ে নিরাপত্তকর্মীদের ডাকেন। পরে পুলিশ এসে অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়। অস্ত্রটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের দেহরক্ষী বলে নিশ্চিত হওয়ার পর তাৎক্ষনিকভাবে তাকে সমায়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ব্রেক্সিটের ট্রান্জেশন পিরিয়ড নিয়ে মার্কিন সরকারের সঙ্গে আলোচনার জন্যে শুক্রবার ওয়াশিংটন সফরে যান ডমিনিক রাব। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চুক্তিবিহীন ব্রেক্সিটের জন্যে প্রধানমন্ত্রী বরিস জনসনকে সমর্থন করে যাচ্ছেন।

Travelion – Mobile

অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দল ব্রেক্সিটের বিপক্ষে এমনকী বর্তমান ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন অবশ্য সতর্ক করেছেন চুক্তিবিহীন ব্রেক্সিট দু দেশের বাণিজ্যক সম্পর্কের অবনতি ঘটাবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!