থাইল্যান্ডে খুলছে পর্যটকদের দ্বার

পর্যটননির্ভর অর্থনীতিকে পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগ নিয়েছে থাইল্যান্ড। এ লক্ষ্যে অক্টোবরের শুরুর দিক থেকে বিদেশি পর্যটকদের বিশেষ ভিসা প্রদান শুরু করবে দেশটি।

করোনা মহামারি পরিস্থিতির কারণে ৬ মাসের বেশি সময় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে থাইল্যান্ডে।

সরকারি মুখপাত্র ট্রাইসুরি তাইসরানকুল জানিয়েছেন, প্রধানমন্ত্রী প্রায়ূথ চ্যান-ওচার মন্ত্রিসভা ৯০ থেকে ২৮০ দিন পর্যন্ত থাইল্যান্ডে থাকার পরিকল্পনা করে পর্যটকদের ভিসা দেয়ার প্রস্তাবকে অনুমোদন দিয়েছে।

Travelion – Mobile

তবে ভ্রমণকারীকে থাইল্যান্ডে আসার পরে ১৪ দিনের রাষ্ট্রীয় কোয়ারেন্টিন ভোগ করবেন এবং স্বাস্থ্য ও সুরক্ষা সংক্রান্ত বিধিগুলো মেনে চলতে হবে।

সরকারের এমন সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠবে বলে আশা করছেন অনেকে। আবার ঘুরে দাঁড়াবে থাইল্যান্ডের অর্থনীতি। সবাই কাটিয়ে উঠবে করোনাকালীন ক্ষতি।

আগের খবর:
যুক্তরাজ্যে আবার আসতে পারে লকডাউন!
নীল রঙের বিরল সাপ : যতটা সুন্দর, ততটাই ভয়ংকর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!