প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

জাতিসংঘের চলতি ৭৭তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের নেতা হিসেবে অংশগ্রহণের জন্য ১৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাতিসংঘ সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত প্রস্তুতি সভায়, জন এফ. কেনেডি বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানো, জাতিসংঘে তার ভাষণের সময় বাইরে ‘শান্তি-সমাবেশ’ এবং ‘সর্বজনীন নাগরিক সংবর্ধনা’ দেওয়ার পরিকল্পনার কথা জানানাে হয়।

Travelion – Mobile

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।

সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সহযোগিতায় ছিলেন সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন ও প্রচার সম্পাদক এনাম দুলাল মিয়া।

সভায় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, মুক্তিযোদ্ধা খোরশিদ আনোয়ার বাবলু, মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি, মুক্তিযোদ্ধা বি এম জাকির হোসেন হীরু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান,বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা মোর্শেদা জামান।

আরও উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়া, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রধান ফাহিম রেজা নূর এবং ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নূরল ইসলাম নজরুল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!