পোল্যান্ডের প্রেসিডেন্টের উড়োজাহাজের জরুরী অবতরণ

বাইডেনের সঙ্গে বৈঠক

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দরেজ দুদাকে বহনকারী উড়োজোহাজ জরুরি অবতরণ করেছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত শহর রেজশোতে যাচ্ছিলেন। বাইডেন ওই শহরে ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে দেখা করার কথা। মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যে পোল্যান্ডে পৌঁছেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে এ কথা জানানো হয়। খবরে বলা হয়, প্রেসিডেন্ট দুদাকে বহনকারী উড়োজাহাজটি রেজশো শহরের উদ্দেশে যাত্রা শুরু করার পর আবার রাজধানী ওয়ারশতে ফিরে এসে জরুরী অবতরণ করে।

তবে কেন প্রেসিডেন্ট দুদাকে বহনকারী উড়োজাহাজটি জরুরী অবতরণ করল, তা জানানো হয়নি। পোল্যান্ডের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিএপি জানায়, প্রেসিডেন্ট দুদাকে বহনকারী উড়োজাহাজ জরুরী অবতরণ করেছে।

Travelion – Mobile

হোয়াইট হাউসও প্রেসিডেন্ট দুদাকে বহনকারী উড়োজাহাজের জরুরী অবতরণ করার বিষয়টি নিশ্চিত করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। এক মাস ধরে চলমান এই অভিযানে এ পর্যন্ত ৩৬ লাখ ইউক্রেনীয় প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এর মধ্যে ২০ লাখের বেশি ইউক্রেনীয় আশ্রয় নিয়েছে পোল্যান্ডে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!