পাকিস্তান বিমানবাহিনীতে হিন্দু পাইলট, ইতিহাসে প্রথম!

ইতিহাসে এই প্রথমবার পকিস্তানের বিমানবাহিনীতে একজন হিন্দু ধর্মালম্বী তরুণ পাইলট হিসেবে যোগ দিয়েছেন। দেশটির স্বাধীনতার পর ৭৩ বছরের ইতিহাসে পাইলট হিসেবে নিয়োগ পেলেন কোনো হিন্দু।

জেনারেল ডিউটি পাইলট হিসেবেই পাকিস্তান এয়ার ফোর্সে যোগ দিয়েছেন রাহুল দেব নামের ৩৪ বছর বয়সী ওই তরুণ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র খবরে বলা হয়, পাকিস্তানের এয়ার ফোর্সের বিভিন্নক্ষেত্রে হিন্দু, শিখ, খ্রিস্টানরা কাজ করছেন। তবে আনুষ্ঠানিকভাবে পাইলট পদে এই প্রথমবার কোনো হিন্দু ব্যক্তিকে নেওয়া হয়েছে। সিন্ধু প্রদেশের সবচেয়ে বড় জেলা থারপরকরের বাসিন্দা রাহুল সব বাধা-বিপত্তি পেরিয়ে নিজের যোগ্যতার বলে পাকিস্তান বিমানবাহিনীতে পাইলট পদে নিয়োগ পেয়েছেন।

Travelion – Mobile

অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েত নামের হিন্দুদের একটি সংগঠনের সম্পাদক রবি দাওয়ানি রাহুল দেবের এই নিয়োগে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তার কথায়, পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই সিভিল সার্ভিস এবং সেনাবাহিনীতে কাজ করছেন। সরকারি চাকুরের সংখ্যা কম নয়। তবে বিমানবাহিনীতে রাহুলের নিযুক্তি নিঃসন্দেহে ঐতিহাসিক।

রবি দাওয়ানি মনে করেন, পাকিস্তান সরকার যদি সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে ঠিকমতো নজর দেয়, তাহলে এরকম অনেক রাহুল দেব উঠে আসবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!