পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রেজিনা আহমেদ

রেজিনা আহমেদকে পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি এই পদে রাষ্ট্রদূত তারিক আহসানের স্থলাভিষিক্ত হবেন।

বর্তমানে তিনি মরিশাসে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিযুক্ত আছেন।

মঙ্গলবার (৮ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Travelion – Mobile

১৩তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কূটনীতিক রেজিনা আহমেদ ১৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগদান করেন। বর্ণাঢ্য কূটনৈতিক জীবনে তিনি মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল এবং ক্যানবেরা, মস্কো ও ইয়াঙ্গুনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়েও তিনি ডেপুটি চিফ অফ প্রটোকলসহ অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

রেজিনা আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিএসএস ও এমএসএস ডিগ্রি অর্জন করেন।

তিনি দেশে ও বিদেশে বেশ কিছু পেশাগত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন এবং বহু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জননী।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!