পর্তুগালে ধাপে ধাপে তুলে নেওয়া হবে লকডাউন

পর্তুগালে ১৫ মার্চের পর থেকে ধাপে ধাপে লকডাউন এবং জরুরি অবস্থা তুলে নেওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) স্থানীয় সময় রাত ৮টায় জাতির উদ্দেশ্য দেওয়া ভাষনে দেশটির প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা তার সরকারের চলমান লকডাউন এবং জরুরি অবস্থা ধাপে ধাপে তুলে নেওয়ার পরিকল্পনাটি উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে সরকারের পরবর্তী পদক্ষেপ ও পরিকল্পনাগুলো তুলে ধরে বলেন, স্টার সানডে শেষ হওয়ার আগ পর্যন্ত স্পেন ও পর্তুগালের বর্ডার বন্ধ থাকবে। ইউকের এবং ব্রাজিলের সাথে ভ্রমণের বিধি নিষেধ আগের মতোই অব্যাহত থাকবে এবং ইউরোপিয়ান ইউনিয়নে ভ্রমণে পর্তুগাল ইইউ ভুক্ত ব্রাসেলসের কভিড-১৯ এর উপর দেওয়া নির্দেশিকা অনুসরণ করবে।

সেই সাথে চলমান লকডাউনকে মোট ৪টি ধাপে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার পরিকল্পনা জাতির উদ্দেশে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Travelion – Mobile

১৫ মার্চ পর থেকে কার্যকর হবে :
১.নার্সারি স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়ের স্তরের প্রথম সার্কেল।
২.বিপণিবিতানগুলো তাদের জানালা দিয়ে বা সামনে ছোট জায়গা মাধ্যমে বিক্রি করতে পারবে।
৩.স্যালুন ও বিউটি পার্লারসহ অনুরূপ প্রতিষ্ঠান।
৪.বইয়ের দোকান, লাইব্রেরি ও সংরক্ষণাগার ।
৫.গাড়ির দোকান এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান।
৫ এপ্রিল পর কর্যকর করা হবে :
১.সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এক সিটি করপোরেশন থেকে অন্য সিটি করপোরেশনে যাতায়াত করা যাবে না।
২.যেসব ক্ষেত্রে সম্ভব তাদেরকে টেলিওয়ার্ক বাধ্যতামূলক করা হয়েছে।
৩.ছুটির দিনে ব্যবসাপ্রতিষ্ঠান অনুযায়ী ভিন্ন টাইম টেবিল থাকবে, তবে সাধারণ দিনে রাত ৯টা পর্যন্ত সবকিছু খোলা থাকবে।
৪.সরকারি ছুটির দিনে এবং সাপ্তাহিক ছুটির দিনে দুপুর একটায় সবকিছু বন্ধ হবে। সুপার মার্কেট সন্ধ্যা সাতটা পর্যন্ত।
৫.প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় সার্কেলের শিক্ষাপ্রতিষ্ঠান।
৬.জাদুঘর, গ্যালারি, মিউজিয়াম-সংক্রান্ত সকল ঐতিহাসিক স্থাপনা।
৭.সর্বোচ্চ ২০০ বর্গমিটার পর্যন্ত বিপণিবিতান, তবে দোকানের সামনে থেকে রাস্তায় বিক্রি করতে হবে।
৮.কফি ও বেকারির টেরেস টেবিলে সর্বোচ্চ চারজন লোক বসতে পারবে।

১৯ এপ্রিল থেকে কার্যকর হবে:
১.মাধ্যমিক ও উচ্চ শিক্ষা।
২.সকল দোকান এবং শপিং সেন্টার।
৩.রেস্তোঁরা, ক্যাফে এবং প্যাস্ট্রি শপ (সর্বাধিক চারজন বা বাইরে ছয়জন), রাত ১০টা পর্যন্ত (বা সাপ্তাহিক ছুটির দিনে এবং বিকাল ১টা পর্যন্ত)।
৪.সিনেমা, থিয়েটার, অডিটরিয়াম।
৫.লোজা ডা সিদাদাও মুখোমুখি পরিষেবা কিন্তু অ্যাপয়েন্টমেন্টে বাধ্যতামূলক।
৬.একসাথে ৬ জন বাইরে চলাফেরা করতে পারবে।

৩ মে থেকে কার্যকর হবে:
১.কফি রেস্টুরেন্ট, বেকারি শপের টাইম লিমিট ছাড়া (৬ জন অভ্যন্তরে, বাইরে ১০ জন)
২.আউটডোরের সকল বড় ইভেন্ট।
৩.অভ্যন্তরে নির্দিষ্ট পরিমাণ কম উপস্থিতি নিয়ে অনুষ্ঠানসহ বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে ৫০ শতাংশ উপস্থিতি ইত্যাদি।
৪.সকল প্রকার খেলাধুলা কার্যক্রম।
৫.সকল ব্যায়ামাগার এবং শরীরচর্চাকেন্দ্র।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!