নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’।

আসছে ২৬ নভেম্বর স্থানীয় সময় বিকেল তিনটা থেকে নিউইয়র্কের কুইন্সে লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে অনুষ্ঠেয় এ উদযাপনের নানা কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

যুক্তরাষ্ট্র প্রবাসের খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

এ উপলক্ষে শুক্রবার (১১ নভেম্বর) নিউইয়র্কের এল্মহার্স্টে প্রস্তুতি সভায় জানানো হয়, কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, স্মৃতিচারণ, বিষয়ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে যোগ দিতে অনলাইনে রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকরা জানান, শতবর্ষ উদযাপনে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান।

বিশেষ অতিথির তালিকায় রয়েছেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ নিজামুল হক ভূইয়া, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ শিবলী, নিউ অর্লিন্স ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক মোস্তফা সরোয়ার, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মোল্লা মো. আবু কাওসার এবং টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম নাসিরউদ্দিন।

যুক্তরাষ্ট্র ছাড়াও উত্তর আমেরিকার কানাডা, ইউরোপের বিভিন্ন দেশ ও বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সাবেক ও বর্তমান শিক্ষার্থী এ অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইদা আকতার লিলি, সাধারণ সম্পাদক গাজী সামসউদ্দীন, প্রতিষ্ঠাতা সভাপতি ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, প্রধান সমন্বয়কারী মোল্লা মনিরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, নিউইয়র্কের সেলিব্রিটি শেফ মো. খুলিলুর রহমান ও সাংবাদিক সামছুন্নাহার নূপুর উপস্থিত ছিলেন।

আরও পড়তে পারেন :
নিউইয়র্কের দেয়ালে ‘রূপসী বাংলাদেশ’
নিউইয়র্ক মাতলো লালন উৎসবে
নিউইয়র্কে মুগ্ধতা ছড়ালো নীলা জেরীনের ‘অষ্ট নায়িকা’
যুক্তরাষ্ট্রে উদীচীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মাননা
নিউইয়র্কে আরেকটি ‘লিটল বাংলাদেশ’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!