নিউইয়র্কে সাউথ এশিয়ান কালচারাল সেন্টারের যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাত্রা শুরু করল’সাউথ এশিয়ান কালচারাল সেন্টার।

মঙ্গলবার (১২ ডিসেম্বর ) সকালে জ্যামাইকার ৯৭-৩৫ এ্যালেনডেল স্ট্রিটে কালচারাল সেন্টার উদ্বোধনের বর্ণাট্য অনুষ্ঠানে বাংলাদেশি, ইন্ডিয়ান, চায়নিজসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্টজন ও নিউইয়র্কের হোমকেয়ার মালিকরা উপস্থিত ছিলেন।

সেন্টার লাইট হেলথ কেয়ারের উদ্যোগে আয়োজিত অুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে সেন্টার লাইটের প্রেসিডেন্ট এন্ড সিইও তারা বুনকোরি রুট, ভাইস প্রেসিডেন্ট শানু রুশকিন, ম্যানেজিং ডাইরেক্টর জিয়াদ ফারাহ, ম্যানেজার রাশিদা আকন্দ জোনি আশাদুজ্জামান।বাংলাদেশি মালিকাধীন হোমকেয়ারের সিইওদের মধ্যে উপস্থিত ছিলেন আসেফ বারি টুটুল, আকাশ রহমান, মামুনুর রশিদ, মোজাম্মেল হোসেন, সামিউল হক উপস্থিত ছিলেন ।

Travelion – Mobile

ফিতা কেটে কালচারাল সেন্টারটি উদ্বোধন করেন কোম্পানীর সিইও।

উদ্বোধনের পর বাংলা, হিন্দি গানের পাশাপাশি নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

কালচারাল সেন্টারটি উদ্বোধনের প্রয়োজনীতা সম্পর্কে উদ্যোক্তরা বলেন, বয়স্করা যেন বাসায় বসে থেকে হতাশাগ্রস্থ না হয় সেজন্য এ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। যাতে তারা বিনোদন, দেশীয় সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন। একই সাথে তাদের অবসর সময় যেন প্রাণবন্ত হয়ে উঠে সেজন্যই এই প্রয়াস।

‘সেন্টারে এসে স্ব স্ব ব্যক্তির প্রার্থনা করারও ব্যবস্থা রয়েছে। যাতে করে সব ধরনের সুবিধা পেয়ে প্রবীনরা খুশি থাকেন’।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!