নিউইয়র্কে বর্ণিল আয়োজনে বিপার ৩০ বছর পূর্তি উৎসব

বর্ণাট্য আয়োজনে ৩০ বছর পূর্তি উৎসব করছে যুক্তরাষ্ট্রে বাংলা সংস্কৃতি প্রসারের পথিকৃৎ সংগঠন বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা)।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাম্যাইকা আর্ট সেন্টারে ৪ দিনের উৎসবের উদ্বোধন করেন বিপা’র প্রথম পৃষ্ঠপোষক ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আওলাদ হোসেন খান।

আলাপন পর্বে অতিথিরা
আলাপন পর্বে অতিথিরা

এরপরসম্মানিত অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামকে সঙ্গে নিয়ে কেক কাটেন উদ্বোধক আওলাদ হোসেন খান।

প্রথম দিনই নাচ-গান আর ঢাক-ঢোলের গগন বিদারী আওয়াজে মুখরিত হয়ে উঠে উৎসব স্থল। উড়ানো হয় নানা রঙের বেলুন।

উদ্বোধনী দিনের সংস্কৃতিক পর্ব
উদ্বোধনী দিনের সংস্কৃতিক পর্ব

উদ্বোধনী দিনের অনুষ্ঠানমালায় ছিলো সঙ্গীত, নৃত্য, ছোটদের কবিতা আবৃত্তি, আলাপন প্রভৃতি।

Travelion – Mobile

প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহর উপস্থাপনায় আলাপন-এ অংশ নেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, বিপার সেলিমা আশরাফ, এ্যানি ফেরদৌস, নিলোফার জাহান ও মাহবুবুল হক।

প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে উৎসব মিলনমেলায় পরিণত হয়
প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে উৎসব মিলনমেলায় পরিণত হয়

আলাপানে বিপার প্রতিষ্ঠা, এগিয়ে চলার ইতিহাস- এসব নিয়ে কথা বলেন অতিথি সুধিজন ও উদ্যোক্তারা।

তাদের আলাপনে ওঠে আসে, প্রবাসে বাংলা ভাষা আর শিল্প-সংস্কৃতির বিকাশে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত বিপা হাটি হাটি পা পা করে ৩০ বছরে পদার্পণ করেছে। নিউইয়র্কের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান হিসেবে বিন্দু থেকে সাগরে পরিণত হয়েছে সংগঠন।

দ্বিতীয় দিন শিশুকিশোরদের বিশেষ অনুষ্ঠান।
দ্বিতীয় দিন শিশুকিশোরদের বিশেষ অনুষ্ঠান।

আরও বলা হয়, নিউইয়র্কে নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি ধারণ করার একটি সংগঠিত প্লাটফর্ম গড়ে তুলেছে বিপা। বহু সংগঠন নেতৃত্ব নিয়ে কলহে পড়লেও বিপা তাদের ঐক্য ধরে রাখতে পেরেছে। একদল নিবেদিত নারী সংগঠক এ সংগঠনের প্রাণ হয়ে উঠেছেন। অনেক বৈরী বাস্তবতায়ও তারা সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বিপার বর্ণাট্য ৩০ বছর পূর্তি উপলক্ষে নৃত্য পরিবেশনের জন্য ঢাকা থেকে যোগ দিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সহকারী পরিচালক (প্রোগ্রাম প্রোডাকশন, নৃত্য) এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক ইশতিয়াক ইমরান ।

তৃতীয় দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাঙ্গ রসাত্মক নৃত্যনাট্য 'তাসের দেশ'। এবং দলিয় সংগীত পরিবেশনা
তৃতীয় দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাঙ্গ রসাত্মক নৃত্যনাট্য ‘তাসের দেশ’। এবং দলিয় সংগীত পরিবেশনা

দ্বিতীয় দিন শিশুকিশোরদের বিশেষ অনুষ্ঠান। ছোটদের গান-কবিতা-নাচ সবাইকে মুগ্ধ করে।

তৃতীয় দিনের পরিবেশনায় ছিল আরজিন কামাল এবং তাঁর ব্যান্ড বন্ধুদের পরিবেশন ‘বাংলা গান’। আরও রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাঙ্গ রসাত্মক নৃত্যনাট্য ‘তাসের দেশ’। ইংরেজি সংলাপের এই মিউজিক্যাল পর্বটি অবাঙালি এবং নুতন প্রজন্মের জন্য খুবই উপভোগ্য ছিল।

বিপার কর্মকর্তা, নতুন-পুরাতন শিক্ষার্থী, অভিভাবক আর অতিথি ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে উৎসব মিলনমেলায় পরিণত হয়।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!