পর্তুগালে জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল, খেলছেন টি-১৬ ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল আয়োজিত তৃতীয় টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টে খেলতে লিসবনে গিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

গত শনিবার বিকেলে লিসবনের অদূরে আলমাডার কখোইস মাঠে রাইজিং সিলেট ও সাইনিং কুমিল্লা খেলায় অংশ নেয়।

শুরুতে ব্যাটিং করে সাইনিং কুমিল্লা ১৬ ওভার ৭ উইকেটে ১৪৩ রান করে। জবাবে রাইজিং সিলেট মাত্র ১০ ওভার ৪ উইকেটে ১৪৩ রান করে এবং ৬ উইকেটে জয়লাভ করে।

লিসবনে বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেন  জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
লিসবনে বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

রাইজিং সিলেটের পক্ষে মোহাম্মদ আশরাফুল সর্বোচ্চ ৫২ রান করেন। আশরাফুলের আগমনে খেলায় ব্যাপক দর্শক সমাগম হয়। তাছাড়া লিসবনে বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Travelion – Mobile

এসময় সাধারণ দর্শক এবং দুই দলের খেলোয়াড়ের মাঝে ব্যপক উচ্ছ্বাস দেখা যায়।

উল্লেখ্য, আগামী ৬ অগাস্ট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল এবং ১ সেপ্টেম্বর সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!