ধর্মঘটে বন্ধ হচ্ছে ‘লিসবন মেট্রো’

পর্তুগালের রাজধানী লিসবনে মঙ্গলবার (২৫ অক্টোবর) বিভিন্ন দাবিতে ২৪ ঘন্টার ধর্মঘট পালন করবে মেট্রোরেল পরিষেবা (এম এল)কর্মীরা।

মেট্রোপলিটানো ডি লিসবোয়া (এমএল) এ তথ্য জানিয়েছে, ধর্মঘটের কারণে সোমবার (২৪ অক্টোবর) রাত ১১ টা থেকে মেট্রো স্টেশনগুলো বন্ধ হয়ে যাবে ।

বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬ টা থেকে পরিষেবা স্বাভাবিক হবে।

Travelion – Mobile

ভাল কাজের পরিস্থিতি এবং বেতন বৃদ্ধির দাবিতে সংস্থার কর্মীদের প্রতিনিধিত্বকারী ট্রেড ইউনিয়ন সংগঠনগুলির একযোগে এ ধর্মঘটের ডাক দিয়েছে।

লুসা এজেন্সির কাছে বিবৃতিতে, ফেডারেশন অফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশনস ইউনিয়ন (ফেকট্রান্স) নেতা আনাবেলা কারভালহেরা, এম এল কর্মীদের ২৪ ঘন্টা ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সকালে কোম্পানির ওয়েবসাইটে ধর্মঘট ‘শেষ মুহূর্তে পরিবর্তন সাপেক্ষে’ বলে ঘোষণা দেওয়া হয়েছিল।

পর্তুগালের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

এমএল কর্মীরা ইতিপূর্বে ১২ অক্টোবরের জন্য একটি ধর্মঘট নির্ধারণ করেছিল, যা পরে প্রত্যাহার করা হয়েছিল। কারণ ন্যূনতম পরিষেবাগুলি ডিক্রি করা হয়েছিল।

আরো পড়তে পারেন : পর্তুগালে আন্তনগর ট্রেন টিকিট মূল্যে বিশাল ছাড়

পরে ইউনিয়নগুলি মঙ্গলবারের জন্য ধর্মঘটের নতুন ঘোষণা দেয়।

লিসবন মেট্রো প্রতিদিন চারটি লাইন দিয়ে কাজ করে: হলুদ (রাতো-ওডিভেলাস), সবুজ (তেলহেইরাস-কাইস ডো সোড্রে), নীল (রেবোলেইরা-সান্তা অ্যাপোলোনিয়া) এবং লাল (এয়ারপোর্ট-সাও সেবাস্তিয়াও)।

সাধারণত, মেট্রো সকাল ৬:৩০ থেকে রাত ১ টার মধ্যে চলাচল করে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!