দুবাইপ্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করতে আউটসোর্সিং

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের সহজে ও দ্রুত সময়ে পাসপোর্ট সেবা দিতে আউটসোর্সিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার থেকে দুবাইয়ের আল কারামায় অবস্থিত ফওয়া গ্লোবাল (Foshwa Global) এর আধুনিক ও সুপ্রশস্থ শীতাতপ নিয়ন্ত্রিত সেবাকেন্দ্রের মাধ্যমে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবা প্রদান করা হবে।

Travelion – Mobile

প্রবাসীদের আল কারামাস্থ ফওয়া গ্লোবালের সেবাকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হয়েছে। এ কেন্দ্র থেকে সপ্তাহে ৫ দিন সোমবার থেকে শুক্রবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত পাসপোর্ট সেবা নিতে পারবেন প্রবাসীরা।

কনস্যুলেটের প্রধান ফটক হতে ফওয়া গ্লোবালে যাওয়া-আসার জন্য প্রতি ঘন্টায় বিনামূল্যে সাটল সার্ভিসের ব্যবস্থা রয়েছে বলে, বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!