দক্ষিণ আফ্রিকায় অপহৃত চার বাংলাদেশি একমাসেও উদ্ধার হয়নি

১ মাসেরও বেশির সময় পরও উদ্ধার হয়নি দক্ষিণ আফ্রিকায় অপহৃত চার বাংলাদেশি নাগরিক।

গত ২৬ আগস্ট দেশটির ফ্রি স্টেইট প্রদেশের সেনেরকাল শহর থেকে ভেলকম শহরে আসার পথে গাড়িসহ নিখোঁজ হয় এই ৪ বাংলাদেশি ।

নোয়াখালী বেগমগঞ্জের পলাশ, ফরহাদ, চাটখিলের মহসিন এবং সিলেটের রাসেল।

Travelion – Mobile

ঘটনা পরপরই নিকটস্থ পুলিশ স্টেশনে প্রথমে অভিযোগ এবং পরে মামলা দায়ের করা হয়। পুলিশের গোয়েন্দা সংস্থা মামলাটি দীর্ঘ ১ মাস ধরে তদন্ত করলেও অপহৃত চার বাংলাদেশি নাগরিককে উদ্ধারে কোনো সফলতা আসেনি।

এমনকি অপহৃত চার বাংলাদেশি কোথায় আছে, কারা কেন অপহরণ করেছে কিংবা অপহরণকারীরা এখনও তাদের বাঁচিয়ে রেখেছে কিনা- এসব প্রশ্নের কোনো উত্তর বের করতে পারেনি গোয়েন্দা সংস্থা।

মামলাটির তদন্তে অগ্রগতির জন্য পুলিশের গোয়েন্দা সংস্থাকে সম্ভাব্য যাবতীয় তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করে আসছেন বাংলাদেশ পরিষদের কয়েকজন নেতা। তবে তারাও এ ব্যাপারে মুখ খুলছেন না বরং অপেক্ষার কথা বলে যাচ্ছেন।

এই অপহৃত বাংলাদেশি নাগরিকদের দেশের বাড়িতে শোকের মাতম চলছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!