দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে গুরুতর আহত সজিব বড়ুয়া নামে এক প্রবাসী বাংলাদেশি এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা আবস্থায় মারা গেছেন।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

আহত সজিবকে জোহান্সবার্গের স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। সেখানে গত শুক্রবার মারা যান তিনি।

Travelion – Mobile

সজিবের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার নানুপুরে। ২৪ জুন জোহান্সবার্গের বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে ডাকাতির সময় পেশায় গাড়িচালক সজিবকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে ডাকাতরা।

বুড্ডিস্ট কমিউনিটি অব সাউথ আফ্রিকার সভাপতি শৈবাল বড়ূয়া জানান, সজিবের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ ও কেপটাউনসহ বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনায় মোট ৮ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!