দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগ ও যুবলীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ পালন করেছে।

২৩ জু্লাই (রবিবার) সকাল এগারোটায় জোহানসবার্গে ফোর্ডসবার্গে প্রাইমারী স্কুল মাঠে বিভিন্ন ইউনিট ও প্রাদেশিক কমিটির নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করে আ:লীগ ও যুবলীগ।

কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীত পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। সাখাওত হোসেন ও ইব্রাহিম সোহাগের সঞ্চালনায় সমাবেশর সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকা আ:লীগের সভাপতি ডা: লুৎফর রহমান রুপম।

শান্তি ও উন্নয়ন সমাবেশে দূরদূরান্তর থেকে আগত নেতাকর্মীরাস ৪ শতাধিক প্রবাসী অংশ নেন।
শান্তি ও উন্নয়ন সমাবেশে দূরদূরান্তর থেকে আগত নেতাকর্মীরাস ৪ শতাধিক প্রবাসী অংশ নেন।

বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর দলমত সকল প্রবাসীদের দাবি তুলে ধরা হবে।

Travelion – Mobile

প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ আফ্রিকা শাখা আ:লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাব-সেক্টর কমান্ডা ডাক্তার মো : আলমগীর কাজী।

তিনি বলেন, নেলসন মেন্ডেলা যেমন দক্ষিণ আফ্রিকার জাতিন পিতা। তেমনি বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ হয় না।

শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্যে দক্ষিণ আফ্রিকা আ:লীগের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তানসেন বলেন, গতকয়েক বছরে যারা দেশে গিয়েছেন তারা দেখেছেন শেখ হাসিনা সরকার দেশে কি ধরনের উন্নয়ন করেছেন। আগামী মাসে নেত্রী দক্ষিণ আফ্রিকা সফর করবেন। আমরা সবাই ঐকবদ্ধ ভাবে নেত্রীকে বরণ করে নিতে প্রস্তুত আছি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ আফ্রিকা শাখা আ:লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল সোহেল, রাজিব সারওয়ার, সায়েম রহমান, বাদল মৃধা সহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

শান্তি ও উন্নয়ন সমাবেশে দূরদূরান্তর থেকে আগত নেতাকর্মীরাস ৪ শতাধিক প্রবাসী অংশ নেন।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!