টিকা নিয়ে দেশে আসলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ছাড়

১৩ দেশ ছাড়া পৃথিবীর অন্য দেশে থেকে করোনাভাইরাসের টিকা নিয়ে দেশে আসলে কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে অবশ্যই ফ্লাইটের ৭২ ঘন্টার মধ্যে আরটি পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।

তবে ১২ বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক নয়।

২৩ অক্টোবর রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জারি করা নতুন নির্দেশনায় আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে বিধি নিষেধ শিথিল করা হয়।

Travelion – Mobile

বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর সাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ১৩টি দেশ থেকে করোনাভাইরাসের টিকা নিয়ে আসলেও ৭ দিন বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে হবে। আর ভ্যাকসিন না নিয়ে আসলে ৭ দিন নিজ খরচে সরকার অনুমোদিত হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।

দেশগুলো হচ্ছে,আর্মেনিয়া, বুলগেরিয়া, ইস্তোনিয়া, জর্জিয়া, ল্যাটভিয়া, লিথুনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, ফিলিস্তান, রোমানিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন।

আর যার ভ্যাকসিন না নিয়ে আসবেন তাদের ১৪ দিন বাড়িতে যেয়ে কোয়ারেন্টিনে থাকতে হবে।

তবে ১৮ বছরের কম বয়সী যাত্রী ভ্যাকসিন না নিলেও ভ্যাকিসিন নেওয়া পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাংলাদেশ আসতে পারবেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!