ওমানে প্রবাসীদের আকামা কার্ডের মেয়াদ ৩ বছর করা হল

ওমানের প্রবাসীদের আবাসিক বা আকামা কার্ডের মেয়াদ সংশোধিত নাগরিক অবস্থা আইনে তিন বছর পর্যন্ত করা হয়েছে। এতদিন প্রবাসী রেসিডেন্ট বা আকামা কার্ডের মেয়াদ দুই বছরের জন্য দেওয়া হতো ।

রবিবার, পুলিশ ও শুল্ক মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান আল শারিকি সিভিল স্ট্যাটাস আইনের নির্বাহী প্রবিধান সংশোধন করার সিদ্ধান্ত জারি করেন।

কার্ডের মেয়াদ শেষে ৩০ দিনের মধ্যে এটি নবায়ন করতে হবে, সিদ্ধান্তে জানানো হয়।

Travelion – Mobile

সিদ্ধান্ত অনুযায়ী, রেসিডেন্ট কার্ড ইস্যু ও নবায়ন করার ফি হবে ৫ ওমান রিয়াল (প্রতি বছর), অন্যদিকে প্রবাসীদের হারানো কার্ডের রিপ্লেসমেন্ট দেওয়ার জন্য ২০ ওমান রিয়াল ফি নর্ধারণ করা হয়েছে।

ওমানি নাগরিকদের জন্য, আইডি কার্ডটি পাঁচ বছরের জন্য বৈধ এবং কার্ডের ইস্যুকরণ এবং নবায়ন৫ ওমান রিয়াল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!