জার্মানির ফ্রান্কফুর্টে আওয়ামী লীগের জেলহত্যা দিবস পালন

‘বাংলাদেশের মানুষ ভেবেছিল বঙ্গবন্ধুর সপরিবারের হ্ত্যা, চার জাতীয় নেতাকে জেলে হত্যা-এসবের কোনওদিন বিচার হবে না। কিন্ত বাংলার মানুষের আস্থার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে আসেন এবং ১৯৯৬ সালে ক্ষমতায় আসে এই সমস্ত নৃশংস হত্যাকাণ্ডের বিচার শুরু করেন। আজ সেই কূখ্যাত খুনীদের বিচার হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। দেশে এগিয়ে যাচ্ছে।’

জার্মানির ফ্রান্কফুর্ট শহরে জার্মান আওয়ামী লীগের সমন্বয় কমিটির তত্বাবধানে হেসেন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এ কথা বলেন।

রবিবার সন্ধ্যায় ফ্রান্কফুর্ট শহরের সিমিট ক্যাফে রেস্টুরেন্টে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে শোক ও শ্রদ্ধায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা আরও বলেন,জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং সুযোগ্য নেতৃত্বে তিনি যেমন আওয়ামীলীগকে সংগঠিত করেছেন তেমনি মুক্তিযাদ্ধের চেতনাকে জাগিয়ে তুলে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে গড়ে তুলতে তার সুযোগ্য নেতৃত্বে রাষ্ট পরিচালনা করছেন।

Travelion – Mobile

বক্তারা জেলহত্যা মামলার সাজাপ্রাপ্ত বাকি খুনিদের দেশে ফেরত এনে রায় কার্যকর করার জোর দাবি জানান।

ফ্রান্কফুর্টে জেলহত্যা দিবসে হেসেন আওয়ামী লীগের দোয়া মাহফিল
ফ্রান্কফুর্টে জেলহত্যা দিবসে হেসেন আওয়ামী লীগের দোয়া মাহফিল

হেসেন আওয়ামী লীগের সভাপতি কামাল ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের পরিচালনায় আলোচনায় অংশ সমন্বয় কমিটির অন্যতম সদস্য হাফিজুর রহমান আলম, মাবু জাফর স্বপন, মাহফুজ ফারুক, নজরুল ইসলাম খালেদ, হাকিম টিটু, শফিকুল ইসলাম শফি, মানিক মিয়া, মোহাম্মদ রিপন, খোকা রাহুল, শেখ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভার শুরুতে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন এবং রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফিজুর রহমান আলম।

[প্রিয় পাঠক, আকাশযাত্রা প্রবাস বিভাগে আপনিও লিখতে পারেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ কমিউনিটির নানান খবর, সংগঠনের খবর, ভ্রমণ, আড্ডা,আনন্দ-বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। লেখা ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়]

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!