জর্ডানের জনগণকে বুধবার নিজস্ব যানবাহন ব্যবহারের অনুমতি

জর্ডানে করোনাভাইরাস প্রতিরোধ চলমান লকডাউনের মধ্যে আগামী বুধবার (২৯ শে এপ্রিল) জনসাধারণকে তাদের নিজস্ব যানবাহন ব্যবহারের অনুমতি দেওয়া হবে। জনসাধারণের সুরক্ষা বিধি অনুসারে ভিড় এড়িয়ে সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত যানবাহন ব্যবহার করা যাবে।

সোমবার (২৭ এপ্রিল) দেশটির গণমাধ্যম বিষয়ক প্রতিমন্ত্রী আমজাদ আদায়েল জাতীয় নিরাপত্তা ও সঙ্কট ব্যবস্থাপনার কেন্দ্রের এক প্রেস ব্রিফিংয়ের এই ঘোষণা দেন।

তিনি বলেন, নাগরিকরা নিজ নিজ শহর বা প্রদেশের ভেতরে তাদের যানবাহন ব্যবহার করতে পারবেন। যাদের পাস বা পারমিট আছে তারা শুধু এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যেতে পারবেন।

Travelion – Mobile

মন্ত্রী জানান, “বেসরকারী যানবাহনগুলির ব্যবহার জোড়-বেজোড় লাইসেন্স প্লেট নীতি অনুসারে হবে, তবে শর্ত থাকবে যে গাড়িতে লোকের সংখ্যা দুই জনের বেশি না হয়।”

বুধবার প্রথমে বিজোড় প্লেট নম্বরযুক্ত যানবাহনকে চলাচল করার অনুমতি দেওয়া হবে বলে তিনি জানান।

মন্ত্রী নিশ্চিত করেছেন যে “এর কার্যকারিতার মাত্রা নির্ধারণের জন্য প্রক্রিয়াটি মূল্যায়ন করা হবে।” অর্থাৎ করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনে এ ধরনের ব্যবস্থা অব্যাহত রাখা যায় কিনা তা মূল্যায়ন করা হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!