গুয়াহাটি-ঢাকা সরাসরি ফ্লাইট বাতিল করল স্পাইসজেট

আশানুরূপ যাত্রী না পাওয়ায় ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা রুটে সরাসরি বিমান চলাচল বাতিল করেছে স্পাইসজেট।

চালুর তিন মাসেরও কম সময়ের মধ্যেই ফ্লাইট সেবা বাতিলের এই সিদ্ধান্ত নিল ভারতীয় স্বল্প খরচের এই বিমানসংস্থাটি।

চলতি বছরের ১ লা জুলাইয়ে গুয়াহাটি-ঢাকা রুটের সরাসরি বিমানসেবা চালু করেছিল স্পাইসজেট। এই রুট নিয়ে বেশ আশাবাদী ছিল তারা।

Travelion – Mobile

প্রতিদিন ফ্লাইট চলাচলের কথা থাকলেও যে পরিমাণ যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনা করার কথা ছিল সে অনুযায়ী যাত্রী না পাওয়ায় পরবর্তীতে সপ্তাহে দু’দিন করে গুয়াহাটি থেকে ঢাকা আসতো স্পাইসজেটের বিমান।

কিন্তু এই অবস্থা দিন দিন আরও খারাপ হতে শুরু করে। ফলে এই পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

গুয়াহাটি -ঢাকা সরাসরি বিমানসেবা বাতিলের ফলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্য এবং সাংস্কৃতিক সম্পর্কের যে বন্ধন তৈরির সম্ভাবনা ছিল তা ক্ষতিগ্রস্ত হতে পারে অনেকের ধারনা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!