কুয়েতে মীরসরাই সমিতির সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচি

কুয়েতে বিশ্ব পরিচ্ছনতা দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা সমুদ্র সৈকত (বিচ) পরিষ্কারের কর্মসূচির আয়োজন করে।

শুক্রবার (১ অক্টোবর) সকালে কুয়েত সিটির সৈকত (বিচ) এলাকায় মীরসরাই সমিতির উদ্যোগে ও আলিয়া অ্যান্ড গালিয়া প্রিন্টিং প্রেসের সহযোগিতায় এক ঝাঁক তরুণ প্রবাসী বাংলাদেশিএই পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।

নিদিষ্ট স্থানে ময়লা ফেলা এবং আবাসস্থল আশপাশের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সচেতনতা বৃদ্ধিতে প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করেন বিচ পরিষ্কার করতে আসা বাংলাদেশিরা।

Travelion – Mobile

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা রুহুল আমিন, সভাপতি মো. কামাল হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. রাশেদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. শামসুদ্দীনসহ সম্পাদক মো. বেলাল, মো. শরিফুল ইসলাম প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!