কুয়েতে আকামা লাগাতে বাংলাদেশিদের আবেদন আহ্বান

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে কর্মরত বাংলাদেশিদের মধ্যে যাদের আকামা লাগানো নেই তাদের বাংলাদেশ দুতাবাসে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) কুয়েতের বাংলাদেশ দুতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

কাউন্সিলর ও ধূতালয় প্রধান মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমস্ত বাংলাদেশি কর্মী ২০১৭, ১০১৮ ও ২০১৯ এ কুয়েতের বিভিন্ন কোম্পানিতে আসার পর যাদের কখনো আকামা লাগেনি বা দুয়েক বছরের আকামা লাগানোর পর আর নবায়ন হয়নি তাদেরকে দুতাবাসের কাউন্সেলর (শ্রম) বরাবর আবেদন করতে হবে।

Travelion – Mobile

আবেদনের সাথে পাসপোর্টের কপি, ভিসার কপি, আকামার কপি (প্রযোয্য ক্ষেত্রে), কোম্পানির নাম, রিক্রুটিং এজেন্সির নাম, যার মাধ্যমে এসেছে তার নামসহ ফোন নম্বর এবং আবেদনকারীর নাম, স্বাক্ষরসহ ফোন নম্বর দুতাবাসের শ্রম উইংয়ে জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

[প্রিয় পাঠক, আকাশযাত্রা প্রবাস বিভাগে আপনিও লিখতে পারেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ কমিউনিটির নানান খবর, সংগঠনের খবর, ভ্রমণ, আড্ডা,আনন্দ-বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। লেখা ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়]

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!