কানাডায় করোনার দ্বিতীয় ঢেউ: কুইবেকে বার-রেস্তোরাঁ বন্ধ ঘোষণা

করোনা পরিস্থিতি অবনতিতে কানাডার কুইবেক প্রদেশে রেডঅ্যালার্ট জারি করা হয়েছে। সতর্কতার পরও কুইবেকে করোনাভাইরাসে আক্রান্তের দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ার ফলে বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন শহরের বার এবং রেস্তোরাঁগুলো। পাশাপাশি বন্ধ রাখা হবে প্রেক্ষাগৃহ, সিনেমা থিয়েটার, অভ্যর্থনা কক্ষ, বনভোজন, শোরুম, জাদুঘর এবং গ্রন্থাগারগুলোও। তবে ব্যবসায়ীদের আর্থিক সহায়তার ঘোষণা দেয়া হবে।

আজ ৩০ সেপ্টেম্বর মধ্যরাত থেকে পরবর্তী ২৮ দিনের জন্য বাধ্যতামূলকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে । লোক সমাগম এড়াতে জনসাধারণকে অন্যদের বাড়িতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া কানাডার অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া এবং আলবার্টা প্রদেশেও প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রদেশগুলোর নীতিনির্ধারকরা কার্যকর পদক্ষেপের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করারও আহ্বান জানিয়েছেন।

Travelion – Mobile

সর্বশেষ তথ্যানুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৩০১ জন। এ পর্যন্ত মারা গেছে ৯ হাজার ২৭৮ জন এবং সুস্থ হয়েছেন ১লাখ ৩২ হাজার ৬০৭ জন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!