কাতারে বিমানবন্দরে নারীযাত্রীর কাপড় খুলে তল্লাশি ঘটনায় মামলা

২০২০ সালের অক্টোবরে কাতারের দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে কাপড় খুলে তল্লাশি করা হয় কয়েকজন অস্ট্রেলিয়ান নারী যাত্রীকে।

ঘটনার একবছর পর তারা মামলা করেছেন। সোমবার (১৫ নভেম্বর) জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, একবছর আগের সেই ফ্লাইটের ডাস্টবিনে একটি নবজাতক শিশু খুঁজে পাওয়া যায়। বিমানের কোনো নারী যাত্রী এই শিশুর জন্ম দিয়েছেন কি না তা জানতেই নারীদের কাপড় খুলে শারীরিক অবস্থার তল্লাশি নেওয়া হয়।

Travelion – Mobile

কাতার পরে ক্ষমা চায় এবং বিমানবন্দরের একজন কর্মকর্তাকে স্থগিত কারাদণ্ডও দেওয়া হয়। তবে হয়রানির শিকার নারীরা এতে সন্তষ্ট হননি।

তারা বলছেন, এতদিন তাদের মামলা গ্রহণ করা হয়নি। তাদের আইনজীবী জানিয়েছেন, তারা কাতারের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা চান।

আরও পড়তে পারেন
বৈদেশিক মুদ্রায়ও জ্বালানি কিনতে পারবে বিদেশি এয়ারলাইন্স
৪ দেশে ফ্লাইট স্থগিত করল তার্কিশ এয়ারলাইন্স
তুরস্কের ড্রোনে ঝুঁকছে ইউক্রেন-হাঙ্গেরি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!