বৈদেশিক মুদ্রায়ও জ্বালানি কিনতে পারবে বিদেশি এয়ারলাইন্স

বাংলাদেশে চলাচলকারী বিদেশি এয়ারলাইন্সগুলো স্থানীয় আয় বৈদেশিক মুদ্রায় রূপান্তরের মাধ্যমে জ্বালানি তেল কিনতে পারবে। এতদিন বিদেশি এয়ারলাইন্সগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে কেবল টাকা ব্যবহার করে জ্বালানী তেল কিনতে পারতো।

সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে বিদেশি এয়ারলাইন্সগুলোকে এই সুযোগ দিয়েছে।

সার্কুলারে বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেল কোম্পানি থেকে তেল ক্রয় বাবদ বৈদেশিক মুদ্রায় ড্রাফ্ট ইস্যু করার জন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক ক্ষমতা প্রদান করেছে।

Travelion – Mobile

ফলে দেশে চলাচলকারী বিদেশি এয়ারলাইন্সের পক্ষে এডি ব্যাংক বৈদেশিক মুদ্রায় ড্রাফ্ট ইস্যু করতে পারবে। এক্ষেত্রে রিপোর্টিং বিবরণীতে পরিশোধ বাবদ সমতুল্য টাকার অংক দেখানো যাবে।

এতে আরো বলা হয়, বৈদেশিক মুদ্রায় পরিশোধিত জ্বালানি তেলের মূল্য বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে পরিচালিত বৈদেশিক মুদ্রা হিসাবে জমা রাখা যাবে।

আলোচ্য অর্থ আমদানি ব্যয়ে ব্যবহার করা যাবে কিংবা স্থানীয় মুদ্রায় নগদায়ন করা যাবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়তে পারেন
৪ দেশে ফ্লাইট স্থগিত করল তার্কিশ এয়ারলাইন্স
তুরস্কের ড্রোনে ঝুঁকছে ইউক্রেন-হাঙ্গেরি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!