করোনা সতর্কতায় ওমরাহ ও মসজিদে নববী সফরে নিষেধাজ্ঞা

বাংলাদেশিদের ওমরাহ হজ পালন বন্ধ রাখার সিদ্ধান্ত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সতর্কতায় ওমরাহ যাত্রী ও মসজিদে নববী সফর করতে আগ্রহীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

ইতোমধ্যে বিশ্বের প্রায় ৪০ টি দেশে এই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে এবং প্রতিবেশী বেশ কয়েকটি দেশে প্রার্দূভাব দেখা গেলেও এখনও পর্যন্ত মুক্ত রয়েছে পবিত্র নগরী মক্কা-মদিনাসহ সৌদিআরব। তাই আগাম সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই উদ্যাগ নিয়ে সৌদি সরকার।

Travelion – Mobile

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যেসব দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে সেসব দেশের পর্যটকদের জন্যও ভিসা স্থগিত করা হয়েছে।

এ ছাড়া সৌদি নাগরিকদের জন্য ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে সৌদি আরব থেকে জিসিসি দেশগুলোতে যাতায়াতও স্থগিত করা হয়েছে।

এদিকে করোনাভাইরাস সতর্কতায় সৌদি নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশিদের ওমরাহ হজ পালন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হজ এজেন্সি এসোসিয়েশন বাংলাদেশ (হাব)।

এ তথ্য জানিয়ে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সৌদির সিদ্ধান্তের পরে বাংলাদেশ থেকেও এই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ওমরাহ পালনের অপেক্ষায় থাকা ৭শ বাংলাদেশি আপাতত সৌদি যেতে পারছেন না।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!