ওমানে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

‘দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে’ এই প্রতিপাদ্য নিয়ে ওমানের বাংলাদেশ দূতাবাস উদযাপন করে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯।

১৮ ডিসেম্বর (বুধবার) রাজধানী মাস্কাটে দূতাবাস মিলনায়তনে এ উপলক্ষে প্রবাসী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরওয়ার।

প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন, জন্মভূমির প্রতি দায়বদ্ধতা থেকে বৈধপথে রেমিটেন্স পাঠিয়ে বৈদেশিক মুদ্রায় বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখছে প্রবাসীরা। বলা যায় প্রবাসীর ঘামের টাকা, সচল রাখছে দেশের চাকা’।

Travelion – Mobile

‘রেমিট্যান্স এখন পৃথিবীর নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর বৈদেশিক মুদ্রা আহরণের সবচেয়ে বড় উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। উন্নয়ন কার্যক্রমে অর্থায়নের ক্ষেত্রে রেমিট্যান্স সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হতে চলেছে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো রেমিট্যান্স। ২০১৮ সালে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৫৫০ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, রাষ্ট্রদূত যোগ করেন।

ওমানে বাংলাদেশ দূতাবাসের আন্তর্জাতিক অভিবাসী দিবসের বাংলাদেশি কমিউনিটি
ওমানে বাংলাদেশ দূতাবাসের আন্তর্জাতিক অভিবাসী দিবসের বাংলাদেশি কমিউনিটি

বৈধপথে রেমিট্যান্সে প্রবাসীদের উৎসাহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নেওয়া নানা উদ্যোগে আন্তরিক সহায়তার দিগন্ত প্রসারিত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন গোলাম সরওয়ার ।

এ প্রসঙ্গে তিনি বলেন, বৈধপথে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারীদের সিআইপি মর্যাদা প্রদান, বিনিয়োগে আগ্রহীদের জন্য ওয়ানস্টপ সার্ভিস, বৈধ পথে প্রেরিত অর্থের ওপর ২% হারে বোনাস দেয়া হচ্ছে। একইসাথে রেমিটেন্স প্রেরণের জন্যে ফি’র পরিমাণ অনেক আগেই কমিয়ে দেয়া হয়েছে। সবকিছু মিলিয়ে রেমিটেন্সের প্রবাহে গতি আনার ক্ষেত্রে বাংলাদেশ চমৎকার পরিবেশ তৈরি করেছে।

রাষ্ট্রদূত প্রবাসীদের স্ব-উদ্যোগে অভিবাসন গ্রহনকারীদেরকে ওয়েজ আনার্স বোর্ডের মেম্বার হয়ে সরকার প্রদত্ত সুযোগ সুবিধা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।

ওমানে বাংলাদেশ দূতাবাসের আন্তর্জাতিক অভিবাসী দিবসের বাংলাদেশি কমিউনিটি
ওমানে বাংলাদেশ দূতাবাসের আন্তর্জাতিক অভিবাসী দিবসের বাংলাদেশি কমিউনিটি

আলোচনায় অংশ নেন দূতালয় প্রধান নাহিদ ইসলাম, প্রথম সচিব আনোয়ার হোসেনে, কাউন্সেলর (শ্রম) মেজর হুমায়ন কবির, কাউন্সেলর (পাসপোর্ট) আবু সাঈদ।

প্রবাসীদের নানা বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ সোস্যাল ক্লাবের সভাপতি সিরাজুল হক, বাংলাদেশি কমিউনিটি নেতা মোস্তফা কামাল পাশা, ইন্জিনিয়ার তাপস বিশ্বাস, মোহাম্মদ নোমান, মো. সাহাব উদ্দিন, মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এছাড়া ‘ডিজিটাল বাংলাদেশ’ তথ্যচিত্র দেখানো হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!