আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিন বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর দুই সহোদর ভাইসহ তিন বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে (বাংলাদেশ সময়) নর্দানক্যাপ প্রভিন্সের ফোপাডায় একটি লরি তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউপি পূর্ব জয়নারায়ণপুর গ্রামের বানাপুকুর পাড়ার সাহাবউদ্দিন ভূঁইয়া বাড়ির কামাল পাশার ছেলে কামরুল হাসান রায়হান (৩০) ও আশরাফুল হাসান রবি (২৭) এবং সোনাগাজী উপজেলার জামশেদুর রহমান (৩৫)।

Travelion – Mobile

দুই সহোদরের বড় ভাই আশরাফুল ইসলাম নয়ন এ তথ্য নিশ্চিত করে জানান, ওখানে তারা তিন ভাই মিলে ব্যবসা করতেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকালে ৫ জন বাংলাদেশি একটি প্রাইভেটকারে বাসায় ফেরার পথে একটি লরি তাদের চাপা দেয়। গাড়িটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই তার দুই ভাইসহ সোনাগাজীর জামশেদুর রহমান নিহত হন।

আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় প্রবাসীসহ নিহদের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ দূতাবাসের কাছে অনুরোধ জানিয়েছেন নিহতদের পরিবার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!