ওমানে গাড়ির চাপায় প্রাণ গেল এক প্রবাসী বাংলাদেশির

ওমানে গাড়ির চাপায় প্রাণ গেলো বাংলাদেশি এক রেমিট্যান্সযোদ্ধার। তাঁর নাম মো.শফি (৪৭)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর স্কুল সংলগ্নগুলি বাপের বাড়ির সামশুল আলমের পুত্র।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে বারকা-রোস্তাক সড়কের আল আওয়াবী নামক স্থানে দুর্ঘটনায় প্রাণ হারান মো. শফি।

নিহতের ভাগিনা মো.বেলাল জানান, শফি হেঁটে সড়কের পাশ দিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। তার সামনে আরো একজন বাই সাইকেল আরোহী ছিলেন। হঠাৎ একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে শফিকে চাপা দেয়। চালকের আসনে ছিলেন একজন ওমানি নারী।

Travelion – Mobile

খবর পেয়ে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় শফিকে রোস্তাক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি। মরদেহ রোস্তাক হসপিটালের হিমঘরে রাখা হয়েছে। পুলিশ প্রাইভেট কারটি জব্দ করেছে।

ওমানে থাকা স্বজনরা জানান, মো. শফি এক যুগের কাছাকাছি সময় ধরে ওমান প্রবাসে রয়েছেন। তিনি একটি বাগানে কৃষি কাজ করতেন। তিন বছর আগে সবশেষ দেশে গিয়েছিলেন। দেশে তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

দূতাবাস সূত্র জানায়, আইনি প্রক্রিয়া শেষে নিহতের স্বজনরা চাইলে মরদেহ দেশে পাঠানো হবে।

আগের খবর
ওমানে দুইদিনে উদ্বেগজনক হারে বেড়েছে করোনা আক্রান্ত

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!