ওমানে কিছু পেশায় প্রবাসী নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ

ওমানের শ্রম মন্ত্রণালয় বাণিজ্যিক মলে নির্দিষ্ট পেশায় প্রবাসীদের নিয়োগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই সব পেশায় শুধু ওমানিরা কজা করতে পারবেন।

জারি করা বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিক ও ভোক্তা মলে বিক্রয়, হিসাবরক্ষণ, ক্যাশিয়ার এবং ব্যবস্থাপনা পদ কেবল ওমানিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি স্টোরগুলোতে পণ্যদ্রব্য ব্যবস্থায়ও শুধু ওমানি কাজ করতে পারবেন।

শ্রম মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “শ্রম মন্ত্রণালয় বাণিজ্যিক ও ভোক্তা মলের মালিকদের কাছে মন্ত্রিপরিষদীয় রেজোলিউশন নং ৮/২০১১ মেনে চলার প্রয়োজনীয়তা উল্লেখ করেছে, যা চলতি বছরের ২০ জুলাই থেকে কার্যকর করা হবে।”

Travelion – Mobile

“সেই অনুযায়ী, মন্ত্রণালয় এই সিদ্ধান্তের বাস্তবায়ন মেনে চলার প্রয়োজনীয়তার জন্য অনুরোধ করেছে, কারণ এই পেশাগুলিতে প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট বা আকামা মেয়াদ শেষ হওয়ার পরে আর নবায়ন করা হবে না।” বিবৃতি যুক্ত করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!