ওমানে আরো কিছু বাণিজ্যিক কার্যক্রম খুলে দেওয়া হল

ওমানে করোনা মহামারি প্রতিরোধে দীর্ঘদিন বন্ধ থাকা আরো কিছু বাণিজ্যিক কার্যক্রম খুলে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল রাজধানী মাস্কাটের অন্যতম ব্যবসা কেন্দ্র মাতরাহ মাতরাহ বাজার (সুক)।

সোমবার (১৭ অগস্ট) সুপ্রিম কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল ১৮ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

৫ম দফায় খোলার অনুমতি দেওয়া বানিজ্যিক কার্যক্রম ও প্রতিষ্ঠানগুলো হল;
১. আন্তর্জাতিক এবং টুরিস্ট রেস্তোঁরা।
২. জিম ও হোটেলের সুইমিং পুল।
৩. সকল প্রদেশের মাছের বাজার।
৪. মাতরাহ সুইক।
৫. ঐতিহ্যবাহী বাজারগুলির ভেতরে বাণিজ্যিক কার্যক্রম।
৬. সংবাদপত্র, ম্যাগাজিন এবং প্রকাশনার মুদ্রণ।
৭. জনশক্তি মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত বেসরকারী প্রশিক্ষণ কার্যক্রম।
৮. মহাদেশীয় এবং আন্তর্জাতিক খেলায় অংশ নেওয়ার স্বার্থে ওমানের জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণের জন্য কিছু খেলার মাঠ।
জাতীয় ফুটবল দল।
জাতীয় জুনিয়র্স দল।
জাতীয় ফাস্টাল টিম।
ধোফার স্পোর্ট ক্লাব।
সাধারণ টেনিস গ্রাউন্ড।
৯. ফোন সিম কার্ড বিক্রয় দোকান।
১০. কারওয়াশের দোকান (ভিতরে থেকে)।
১১. তামাকজাতীয় পণ্য বিক্রির দোকান।
১২. ক্যাম্পিং সরঞ্জাম সরবরাহ এবং বিক্রয়
১৩. তাবু বিক্রয়, সেলাই এবং সূচিকর্মের দোকান।

Travelion – Mobile

কৃষিপণ্য রপ্তানি বাজার : সম্ভাবনার ওমান

কৃষিপণ্য রপ্তানি বাজার : সম্ভাবনার ওমান১৩ আগস্ট, বৃহস্পতিবার – ওমান : রাত ৮.৩০ টা – বাংলাদেশ : রাত ১০.৩০ টা সঞ্চালনা ও সমন্বয় : ড. শামীম আহমেদ, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরআলোচক কৃষিবিদ কামরুন রহমান, অতিরিক্ত উপপরিচালক (রপ্তানি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকৃষিবিদ অঞ্জন চন্দ্র মন্ডল, অতিরিক্ত উপপরিচালক (আমদানি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরআবদুল আলীম গাজী পলাশ, কৃষিভিত্তিক পণ্য আমদানিকারক-গাজী এন্ড পার্টনার্স ইউনাইটেড ট্রেডিং, ওমানআবদুল হক , কৃষিভিত্তিক পণ্য আমদানিকারক, বাহারাল মগসেল ট্রেডিং কােম্পানি, সালালাহইজাজ মাহমুদ ছামি, কৃষিপণ্য আমদানিকারক, ব্লু বাস্কেট এলএলসি, ওমানআবু ইউসুফ, প্রবাসী উদ্যোক্তা, আল বারাকা গ্রুপ, ওমান

Posted by AkashJatra on Thursday, August 13, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!