ইতালিতে বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন

ইতালির পারমার একটি ক্যাম্পে আহমেদ রাব্বি নামে (২৪) বাংলাদেশি যুবককে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করার অভিযোগ উঠেছে আরেক বাংলাদেশির বিরুদ্ধে।

পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে, তবে তার নাম প্রকাশ করেনি।

সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে নিহত যুবক ঘুমন্ত অবস্থায় ছিলেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরায়।

Travelion – Mobile

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার পর পুলিশ আসার আগেই বাংলাদেশি ওই যুবক পালিয়ে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পরদিন সকালে অভিযুক্তকে গ্রেফতার করে।

পারমার মেয়র মিশেল গুয়ের বলেন, এ ধরনের সংহিতা আমাদের ভাবিয়ে তোলে। তাই সামাজিক, মানসিক সুস্থতা এবং অসুস্থতার বিষয়ে গুরুত্ব নিয়ে চিন্তা করতে হবে। ভালো খবর হলো পুলিশ অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করেছে। আইন তার সঠিক বিচার করবে।

ন্যাক্কারজনক এ ঘটনার নিন্দা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ ঘটনায় দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানিয়েছেন তারা।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!