আমিরাতে বাংলাদেশ শিল্পী সমিতির আত্মপ্রকাশ

সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক এমরান

দেশীয় সংস্কৃতিকে বিশ্বের বুকে তুলে ধরতে নানা অনুষ্ঠানেরও আয়োজন হয়ে থাকে দূর পরবাসে। এর মধ্যে দিয়ে দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসে এগিয়ে যাচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা।

বাংলাদেশি কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এসব অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে রাখেন প্রবাসী সংগীত শিল্পীরা। দেশীয় সংগীতকে প্রবাসে আরো পাকাপোক্ত করতে সংঘবদ্ধ অবস্থান তৈরি যেন প্রয়োজনীয়তায় এসে ঠেঁকেছে। তাই এবার প্রবাসী শিল্পীদের ঐক্যবদ্ধ অবস্থানে সংযুক্ত আরব আমিরাতে গঠিত হলো বাংলাদেশ শিল্পী সমিতি।

দুবাই প্রবাসী শিল্পী মাসুম জাবেদ সভাপতি ও আলি এমরানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটিও প্রকাশ করেছে সংগঠনটি। সংগঠনে রাখা হয়েছে তিনজন উপদেষ্টা। উপদেষ্টারা হলেন- ইয়াসমিন ইসলাম মেরুন, জসিম উদ্দিন পলাশ, শামসুল আরেফিন।

Travelion – Mobile

২০২০ সালের নতুন কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি রফিকুল ইসলাম বঙ্গ শিমুল, যুগ্ম সম্পাদক লুৎফুর রশিদ, সংগঠনিক সম্পাদক সানি মজুমদার, সহ সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাবেদ, সাংস্কৃতিক সম্পাদক সামিদা চৌধুরী পপি, সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তালহা, অর্থ সম্পাদক সোনিয়া সামিয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক কাজী সালেহ উদ্দিন, মহিলা সম্পাদক আরিফা নুসরাত, দপ্তর সম্পাদক শম্পা শফিক, সহ দপ্তর সম্পাদক আরিক আহমেদ, নির্বাহী সদস্য অনিন্দিতা খান, সাবরিনা মেহরিন, রোকসানা সায়েদ, জেরিন তামান্না, সেলিম চৌধুরী, অজিৎ কুমার, সৈয়দ আরিফ, রঞ্জিত বড়ুয়া, নুর ফারুক ও মিতা শাহ।

সংগঠনের সভাপতি মাসুম জাবেদ জানান, ৪০ জন সদস্য নিয়ে ফেব্রুয়ারির প্রথম প্রহরে যাত্রা করেছে সংগঠনটি। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে অবস্থানরত শিল্পীদের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ শিল্পী সমিতি আরও বেশি সমৃদ্ধ হবে।

সভাপতি আরও বলেন,‘দেশ পরিচয়টা সবারি এক। দূর বা কাছে যেখানেই থাকি আমরা লাল-সবুজের সদস্য। এখানে সমাজনীতি, রাজনীতি, সংস্কৃতি অথবা দলমতে সব যেনো লাল সবুজের ফিতেয় বাঁধা সংসার। নিজেদের সংস্কৃতি, চিন্তা, স্বপ্ন আর পারস্পরিক বন্ধনের এ দিকটি প্রবাসেও ঐক্যবদ্ধভাবে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধ বাংলাদেশি কমিউনিটি গড়ার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশি সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে। তাই প্রথম বারের মতো সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত প্রবাসী বাংলাদেশি সংগীত শিল্পীদের নিয়ে বাংলাদেশ শিল্পী সমিতি(ইউএই) গঠিত হলো।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!