আজ শক্তিশালী ওমানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবল বাছাই পর্ব

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে আজ শক্তিশালী ওমানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। রাজধানী মাসকটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্স মাঠে ম্যাচটি শুরু হবে ওমান সময় সন্ধ্যা ৭ টা এবং বাংলাদেশ সময় রাত ৯টায়।

আন্তর্জাতিক ফুটবলে ওমান একদম নতুন প্রতিপক্ষ বাংলাদেশের জন্য। দুই দেশের জাতীয় দলের আগে কখনো দেখা হয়নি। তবে উভয় দেশের খেলা শেষ ৬টি ফিফা আন্তর্জাতিক ম্যাচের পরিসংখ্যানের দিকে দৃষ্টি দিলে দেখা যায়- ওমান ৪টি হার, ১টি ড্র এবং ১টিতে জয় পেয়েছে।

অপরদিকে বাংলাদেশের ২টি হার, ২টি ড্র ও ২টি জয়। তবে এরই মধ্যে মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে ওমান প্রিমিয়ার লিগের দল মাসকট এফসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে জেমি ডের শিষ্যরা। জয়ের আত্মবিশ্বাসটা বাড়তি পাওনা হিসেবে কাজ করবে তাদের।

মাসকটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে টিকেটের জন্য  প্রবাসীদের দীর্ঘ লাইন।
মাসকটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে টিকেটের জন্য প্রবাসীদের দীর্ঘ লাইন।

এশিয়া অঞ্চলের বাছাই পর্বের নিজেদের গ্রুপে এখন পর্যন্ত মোট ৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে যথাক্রমে আফগানিস্তানের বিপক্ষে ১-০ ও কাতারের বিপক্ষে ২-০ ব্যবধানে হারলেও শেষ ম্যাচে ভারতের মাটি থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফেরে জামাল ভূঁইরা।

Travelion – Mobile

বাছাই পর্বে এখনো কোনো জয় না পেলেও বাংলাদেশের পারফরমেন্সে সবাই খুশি। গ্রুপের সব দলই বাংলাদেশের উপরে। তাই এ দলগুলোর কাছ থেকে ভালো ফল পাওয়া কঠিন। কিন্তু এ পর্যন্ত অনুষ্ঠিত ৩টি ম্যাচেই বাংলাদেশ খেলেছে বুক চিতিয়ে। সর্বশেষ ম্যাচে কলকাতায় ভারতকে তো অল্পের জন্য হারাতে পারেনি।

বাংলাদেশ জাতীয় ফুটবল টিম
বাংলাদেশ জাতীয় ফুটবল টিম

‘ই’ গ্রুপে থাকা ওমান পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তারা ২টি ম্যাচ জিতেছে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে, হেরেছে কাতারের বিপক্ষে। বাংলাদেশকে হারাতে পারলে ৯ পয়েন্ট হবে তাদের ঝুলিতে। অপরদিকে বিশ্বকাপ বাছাই দ্বিতীয় পর্বের ৩ ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট বাংলাদেশের। পাঁচ দেশের মধ্যে সবার নিচে থাকা লাল-সবুজ জার্সিধারীদের চতুর্থ ম্যাচ ওমানের বিপক্ষে ওমানের মাটিতে ম্যাচটিকে অতিশয় কঠিন মনে করছেন বাংলাদেশের কোচ জেমি ডে। তার কথা, ওমানের সঙ্গে ড্র করতে হলেও তার দলকে স্বাভাবিকের চেয়েও অনেক ভালো খেলতে হবে।
ওমান জাতীয় ফুটবল টিম
ওমান জাতীয় ফুটবল টিম

১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প এবং এক ম্যাচে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দল ওমানের বিপক্ষে জয়ের পরও স্বাগতিকদের বিপক্ষে পয়েন্ট পাওয়া কঠিন হবে। ড্র পাওয়ার জন্য তার শিষ্যদের স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভালো খেলতে পারেন কিনা জামাল ভূঁইয়ারা, সেটাই এখন দেখার অপেক্ষা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচ বলেই যে বাংলাদেশ হাল ছেড়ে দেবে সেদিন নেই। আগের ম্যাচেই জামাল ভূঁইয়ারা সেটা প্রমাণ করেছেন। ভারতের মাঠে অল্পের জন্য জিততে না পারা বাংলাদেশ যে মাসকটে ওমানকে ছেড়ে কথা কইবে না তা ফুটবলাররা বুঝিয়ে দিচ্ছেন শারীরিক ভাষা দিয়ে।

ওমানের বিপক্ষে বাংলাদেশের চাওয়ার কিংবা হারানোর কিছু নেই। ভালো একটা লড়াই করতে পারলেই খুশি হবেন কোচ। কারণ বাংলাদেশের বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নামবে তারা। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০০ ধাপ উপরে থাকা দলটিকে মোকাবেলা করতে জামাল-রানারা যে সামর্থ্যরে সবটুকু দিয়েই লড়তে হবে, তা বলাই বাহুল্য।

আগামী বছরের ৯ জুন বঙ্গবন্ধু স্টেডিয়ামে হোম ম্যাচে ফের মুখোমুখি হবে এ দুদল। ফিফা র‌্যাঙ্কিংয়ে ওমান বাংলাদেশের ১০০ ধাপ উপরে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!