অসহায় মানুষকে শীতবস্ত্র উপহার, পুনাকের সঙ্গে ওমানের আল বারাকা গ্রুপ

ফেনী জেলার অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক। জেলা পুনাকের উদ্যোগ নেওয়া হয়েছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।

আর এ মহতী উদ্যোগে পৃষ্ঠপোষক হয়েছে ফেনীর কৃতি সন্তান ওমানপ্রবাসী বাংলাদেশি শিল্পোদ্যাক্তা ও কমিউনিট ব্যক্তিত্ব আবু ইউসুফর আল বারাকা গ্রুপ।

বুধবার ২৭ ডিসেম্বর ফেনীর সোনাগাজী উপজেলায় কম্বল বিতরণের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে  বক্তব্য রাখছেন  পুনাক ফেনী জেলার সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিনী নুসরাত রহমান ।
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পুনাক ফেনী জেলার সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিনী নুসরাত রহমান ।

দক্ষিণ চর চান্দিয়া আজিজুল হক মাইমুন আরা জুনিয়র হাইস্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন পুনাক ফেনী জেলার সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিনী নুসরাত রহমান।

Travelion – Mobile

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্মসূচির পৃষ্ঠপোষক আল বারাকা গ্রুপের পরিচালক নাসরিন সুলতানা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আল বারাকা গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ সিআইপি, ফেনী সদর সার্কেলের ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সহধর্মিনী উখিং মারমা, থানা পুনাক নেত্রী মুক্তা রায়, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়।

অনুষ্ঠানে উপজেলার ২৫০ জন অসহায় শীতার্ত মানুষকে কম্বল উপহার দেওয়া হয়।

 অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন ফেনীর  পুলিশ সুপারের সহধর্মিনী নুসরাত রহমান ও  আল বারাকা গ্রুপের পরিচালক নাসরিন সুলতানা
অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন ফেনীর পুলিশ সুপারের সহধর্মিনী নুসরাত রহমান ও আল বারাকা গ্রুপের পরিচালক নাসরিন সুলতানা

অনুষ্ঠানে প্রধান অতিথি নুসরাত রহমান বলেন,’আমরা আছি তোমাদের সাথেই’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক দেশব্যাপী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত করছে। সে ধারাবাহিকতায় পুনাক ফেনী জেলা অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচি হাতে নিয়েছে।

‘শীতার্ত মানুষদের একটুখানি উষ্ণতা এনে দিতে, এ উদ্যোগ অসহায়দের সামান্যতম উপকার হলেও আমরা কৃতার্থ হবো’, তিনি যোগ করেন।

ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসানের সার্বিক তত্বাবধানে পুনাকের এ কর্মসূচির আওতায় জেলার আরও কয়েকটি উপজেলায় অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দেওয়া হবে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!