অক্টোবরে রেমিট্যান্স কমেছে ২১ শতাংশ

প্রবাসীদের পাঠানো অর্থ অক্টোবর মাসে গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ কমে এসেছে ১ হাজার ৬৪৭ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০২ মিলিয়ন ডলার। সেই হিসাবে কম এসেছে ৪৫৫ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে রেমিট্যান্স ৪ শতাংশ কম এসেছে। সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স আসে ১ হাজার ৭২৭ মিলিয়ন ডলার। গত কয়েকমাস ধরেই প্রবাসী আয় কমছে।

সম্প্রতি মার্কিন ডলারের বিপরীতে টাকা দুর্বল হয়েছে। এর অন্যতম কারণ রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়া।

Travelion – Mobile

এদিকে চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে রেমিট্যান্স এসেছে ৭ দশমিক ০৫ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কম। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৮ দশমিক ৮১ বিলিয়ন ডলার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!