হুন্ডির মাধ্যমে লেনদেন : ২৩০ এমএফএস অ্যাকাউন্ট জব্দ

হুন্ডির মাধ্যমে লেনদেনের অভিযোগে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ২৩০টি অ্যাকাইন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গতকাল বুধবার অ্যাকাউন্টগুলো জব্দ করা হয় বলে বিএফআইইউ সূত্র জানিয়েছে।

Diamond-Cement-mobile

সম্প্রতি রেকর্ডসংখ্যক বাংলাদেশি কর্মী বিদেশে গেলেও দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমেছে।

Travelion – Mobile

নাম প্রকাশ না করার শর্তে বিএফআইইউর এক কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি হুন্ডির মাধ্যমে লেনদেন বেড়েছে। সেই কারণেই রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমেছে।’

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে হুন্ডি কার্যক্রমনের ওপর নজদারি বাড়ানো হবে বলেও জানিয়েছে বিএফআইইউ সূত্র।

এ ছাড়া, হুন্ডির মাধ্যমে লেনদেনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

অক্টোবরে বাংলাদেশে রেমিট্যান্স গত বছরের তুলনায় কমে ৭ দশমিক ৪ শতাংশ কমে ১ দশমিক ৫২ কিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

অক্টোবরেও রেমিট্যান্সপ্রাপ্তিও এর আগের মাসের তুলনায় ১ শতাংশ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে রেমিট্যান্স গত বছরের চেয়ে ২ দশমিক ০৩ শতাংশ কমে ৭ দশমিক ১৯ বিয়িলয়ন ডলারে দাঁড়িয়েছে।

২০২২ সালের প্রথম ৯ মাসে ৮ লাখ ৭৫ হাজার অভিবাসীশ্রমিক চাকরির জন্য বিদেশে গেলেও রেমিট্যান্স প্রবাহ কমেছে। ২০২১ সালে গিয়েছেন ৬ লাখ ১৭ হাজার এবং ২০২০ সালে ২ লাখ ১৭ হাজার।

আরও পড়ত পারেন:
হুন্ডি শুষে নিচ্ছে রেমিট্যান্স, ‘চার্জ’ বাতিলের পরও বাড়ছে না প্রবাহ
ওমান : হুন্ডি কারবারিদের ধরলেই বাড়বে রেমিট্যান্স
রেমিট্যান্স : অক্টোবরে কমেছে ৭.৪ শতাংশ
রেমিট্যান্স : ৭ মাসের মধ্যে সেপ্টেম্বরে সর্বনিম্ন
রেমিট্যান্সে বড় পতন আমিরাতে, বাংলাদেশ ব্যাংকের তথ্য
বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রতিশ্রুতি ওমানপ্রবাসী বাংলাদেশিদের
আমিরাতপ্রবাসীদের জন্য জনতা ব্যাংকের রেমিট্যান্স মোবাইল অ্যাপ
মালয়েশিয়ায় সিবিএলের রেমিট্যান্স অ্যাপ চালু, বাংলাদেশিরা পাবেন ৪.৫% প্রণোদনা

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!