রেমিট্যান্স : অক্টোবরে কমেছে ৭.৪ শতাংশ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার মধ্যে অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ আরও কমায় অর্থনীতির ওপর চাপ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসীরা অক্টোবরে দেশে ১ দশমিক ৫২ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের অক্টোবরের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ কম এবং চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় ১ শতাংশ কম।

আরও পড়তে পারেন : রেমিট্যান্সে বড় পতন আমিরাতে, বাংলাদেশ ব্যাংকের তথ্য

Travelion – Mobile

আজ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ‘আগস্ট মাস থেকে রেমিট্যান্স প্রবাহ কমছে। এতে সামগ্রিকভাবে দেশের অর্থনীতি স্থিতিশীল থাকছে না।’

চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে রেমিট্যান্স প্রবাহ ২ দশমিক ০৩ শতাংশ কমে ৭ দশমিক ১৯ বিলিয়ন হয়েছে।

গত ২৬ অক্টোবর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৩৫ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে ছিল রিজার্ভ ছিল ৪৬ দশমিক ৪৯ বিলিয়ন ডলার।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

রেমিট্যান্সের নিম্ন প্রবাহ স্থানীয় মুদ্রার অবমূল্যায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ডলারের দাম গত ৩১ অক্টোবর আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ কমে ১০৪ টাকা ৩৪ পয়সায় দাঁড়িয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!